বাড়বে না তাপমাত্রা, থাকবে ঝড় বৃষ্টি

অনেক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত না হওয়ায় ভ্যাপসা গরম বেড়েই চলছে। মাঝে মাঝে দমকা বাতাসের প্রভাবে কিছুটা স্বস্তি ফিরে আসলেও বাতাস বন্ধ হলে গরমে হাঁসফাঁ'স শুরু হয়ে যায় জনজীবনে। অন্যান্য বছর এ সময়ে বৃষ্টি হয়, এবার বৃষ্টি না থাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। তাই পারিপার্শ্বিক অবস্থা মিলে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে বেশি গরম অনুভূত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা ও টাংগাইল অঞ্চলসহ কি'শোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জে'লার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া এদিন রাত ও দিনের তাপমাত্রা অ'পরিবর্তীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট, রংপুর ও খুলনায় কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

Back to top button