নিউমা'র্কে'টে সং'ঘর্ষে মা'রা যাওয়া পথচারীর স্ত্রী' যা বললেন
ঢাকার নিউমা'র্কেট এলাকায় দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সং'ঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান (১৮) নামে এক পথচারী মা'রা গেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে তাঁর মৃ'ত্যু হয় বলে পু'লিশ জানিয়েছে। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতা'লের জরুরি বিভাগের ওয়ানস্টপ ই'মা'র্জেন্সি সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি মা'রা যান।
নাহিদের স্ত্রী' ডালিয়া আক্তার জানান, সকালে কাম'রাঙ্গীরচর দেওয়ান বাড়ি এলাকার বাসা থেকে তিনি কর্মস্থলে আসেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী নাহিদের হাসপাতা'লে ভর্তির সংবাদ পান। নিউমা'র্কেট এলাকায় সং'ঘর্ষের সময় আ'হত অবস্থায় নাহিদ রাস্তায় পড়েছিলেন।