জ'ব্দকৃত বইয়ের হাতের লেখা বাবুলেরই

স্ত্রী' মাহমুদাকে হ'ত্যা মা'মলায় স্বামী সাবেক পু'লিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কাছ থেকে একটি বই জ'ব্দ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মা'মলার আলামত হিসেবে বইটি জ'ব্দ করা হয়েছিল। বইটিতে থাকা কিছু প্রামাণ্য ইংরেজি ভাষার হাতের লেখা বাবুল আক্তারেরই বলে প্রমাণ পেয়েছেন পু'লিশের অ'প'রাধ ত'দন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ–সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ মা'র্চ মাহমুদা হ'ত্যা মা'মলায় বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার জন্য আ'দালতে আবেদন করে ত'দন্তকারী সংস্থা পু'লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আবেদনে বলা হয়, মাহমুদা হ'ত্যা মা'মলায় আলামত হিসেবে জ'ব্দ করা জিনিসপত্রের মধ্যে একটি বই আছে। বইটি এক নারীর কাছ থেকে বাবুল আক্তার উপহার পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আ'দালত পু'লিশের অ'প'রাধ ত'দন্ত বিভাগকে (সিআইডি) এ–সংক্রান্ত পরীক্ষার নির্দেশ দেন।

২২ মা'র্চ বাবুল আক্তারের হাতের লেখার নমুনা নেন ত'দন্তকারী ব্যক্তিরা। এ সময় ইংরেজি ভাষায় ২০ পাতার হাতের লেখা জমা দেন তিনি।

প্রতিবেদনের মতামত অংশে লেখা হয়েছে, বাবুল আক্তারের প্রামাণ্য ইংরেজি ভাষার হাতের লেখা ও উপহার পাওয়া বইয়ের পাতায় থাকা নমুনা লেখার মধ্যে মিল রয়েছে। প্রতিবেদনের তথ্য উল্লেখ করে সূত্র জানায়, বইয়ের পাতায় ইংরেজি ভাষায় লেখা ছিল। তুলনামূলক পরীক্ষায় লেখার সাধারণ ও ব্যক্তিগত উভ'য় বৈশিষ্ট্যেরই মিল পাওয়া গেছে।

সাধারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে মুভমেন্ট, স্পিড, স্কিল, লাইন কোয়ালিটি, অ্যালাইনমেন্ট, পেন প্রেসার, স্পেসিং ইত্যাদির মিল এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে অন্যান্য ইংরেজি অক্ষর যেমন ‘আর’, ‘ই’, ‘পি’, ‘এন’, ‘ও’, ‘এক্স’, ওয়ান, জিরো, সেভেন, ফাইভ, এইট-এর স্ট্রোকস ইত্যাদির গঠন বৈশিষ্ট্য ও প্রকৃতির মিল রয়েছে।

পিবিআইয়ের প্রধান ও পু'লিশের অ'তিরিক্ত আইজিপি বনজ কুমা'র মজুম'দার বলেন, হাতের লেখার নমুনা পরীক্ষায় মিল পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন দিয়েছে সিআইডি।

মা'মলার ত'দন্ত কর্মক'র্তা ও পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মোহাম্ম'দ ওম'র ফারুক বলেন, বইয়ে নিজেদের মধ্যকার স'ম্পর্কের বিষয়ে যেসব কথাবার্তা লেখা রয়েছে, সেই বিষয়ে আরও ত'দন্ত করা হচ্ছে।

উল্লেখ, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় বাবুল আক্তারের স্ত্রী' মাহমুদাকে কু‌‌'পিয়ে ও গু'লি করে হ'ত্যা করা হয়। পরদিন বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থা'নায় হ'ত্যা মা'মলা করেন। ত'দন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে চূড়ান্ত প্রতিবেদন দেয়। একই দিন বাবুলের শ্বশুর ও সাবেক পু'লিশ কর্মক'র্তা মোশাররফ হোসেন পাঁচলাইশ থা'নায় আরেকটি হ'ত্যা মা'মলা করেন। এই মা'মলায় বাবুল আক্তারসহ আটজনকে আ'সামি করা হয়। মোশাররফ হোসেনের করা মা'মলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে ৬ মা'র্চ আ'দালত তা গ্রহণ করেন। অন্যদিকে বাবুল আক্তারের করা মা'মলা'টির চূড়ান্ত প্রতিবেদন আ'দালত গ্রহণ করেননি। আ'দালতের নির্দেশে গত বছরের ৩ নভেম্বর থেকে মা'মলা'টি ত'দন্ত করছে পিবিআই।

Back to top button