মু'সলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন অনুসরণ করা জরুরি: আইজিপি
জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি বলে জানিয়েছেন পু'লিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন , একজন ভালো মু'সলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আদর্শ অনুসরণ করা জরুরি। আম'রা বিশ্বা'স করি- যে যেই ধ'র্মেরই হোক না কেন, ধ'র্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়। কারণ সব ধ'র্মেই ভালো কাজ করার উপদেশ দেওয়া হয়, অন্যায় কাজ থেকে বিরত থাকার পরাম'র্শ দেওয়া হয়। পু'লিশ বাহিনীর মধ্যে ধ'র্মীয় চর্চার ক্ষেত্রে আজান ও কেরাত প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।
শুক্রবার বাদ জুমা রাজারবাগ পু'লিশ কেন্দ্রীয় জামে ম'সজিদে পু'লিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে প্রধান অ'তিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যারা যে ধ'র্মের আছেন তারা তাদের ধ'র্মের যে বিধানাবলী আছে, বিশেষ করে যারা মু'সলমান আছেন তারা পবিত্র কুরআনে যে বিধানাবলী আছে, হাদিসে যে পরাম'র্শগুলো আছে- তা তাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করেন, তাহলে অনেক সমস্যার সমাধান হবে।’
সুদ-ঘুস, জুয়া খেলা, মা'দক- ইস'লামে বারণ করে দেওয়া আছে জানিয়ে ড. বেনজীর আহমেদ বলেন, আম'রা বিশ্বা'স করি, যে যেই ধ'র্মেরই হোক না কেন, ধ'র্ম পালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়। কারণ সব ধ'র্মেই ভালো কাজ করার উপদেশ দেওয়া হয়, অন্যায় কাজ থেকে বিরত থাকার পরাম'র্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ'তিরিক্ত আইজি মো. মাজহারুল ইস'লাম। এ সময় উপস্থিত ছিলেন- অ'তিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পু'লিশ কর্মক'র্তা, বিপুল সংখ্যক পু'লিশ সদস্য ও মু'সল্লিরা।আজানে প্রথম হয়েছে নৌ পু'লিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় নোয়াখালী জে'লা পু'লিশের কনস্টেবল মো. মনিরুল ইস'লাম এবং তৃতীয় হয়েছেন কি'শোরগঞ্জ জে'লা পু'লিশের কনস্টেবল মো. মু'সলিম উদ্দিন। কেরাতে প্রথম হয়েছেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার কনস্টেবল মো. শরীফ উদ্দিন, দ্বিতীয় হয়েছেন র্যা'ব-১৩ রংপুরের এএসআই (সশস্ত্র) মো. ওম'র ফারুক এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ পু'লিশ একাডেমি সারদার (রাজশাহী) নায়েক মো. আরিফুর রহমান।