রংপুরে ঈদ উপহার ঘর পাচ্ছেন ৬৭৫ পরিবার

রংপুরে ৬৭৫ জন ভূমি ও গৃহহীন পরিবার ঈদ উপহার হিসেবে ঘর পেতে যাচ্ছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের এ ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে রংপুর জে'লা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জে'লা প্রশাসন আসিব আহসান সংবাদ সম্মেলনে জানান, আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে পর্যায়ক্রমে রংপুর জে'লায় ১ হাজার ২৯৯ জন গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে রংপুর সদরে ১০৫টি, কাউনিয়ায় ১২৭টি, বদরগঞ্জে ১’শটি, পীরগাছায় ১২০টি, মিঠাপুকুরে ৩’শটি, তারাগঞ্জে ১০৭টি, গঙ্গাচড়ায় ২’শটি ও পীরগঞ্জে ২৪০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এ ঘরে দুটি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর, শৌচাগার রয়েছে। এছাড়া এ সকল পরিবারের জন্য নিশ্চিত করা হচ্ছে বিদ্যুৎ ও সুপেয় পানি। প্রত্যক পরিবারকে তার জমির দলিল নিবন্ধন ও নামজারি করে দিচ্ছে প্রশাসন।

Back to top button