আল আকসা ম'সজিদে হা.মলা, ওআইসির সভায় বাংলাদেশের নিন্দা প্রকাশ

পবিত্র রমজান মাসে আল আকসা ম'সজিদে ফিলি'স্তিনি মু'সলিম'দের ওপর ইস'রাইলের হা'মলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২৫ এপ্রিল) ‘ওআইসি’র স্থায়ী সদস্য দেশগুলোর নির্বাহী কমিটির এক জরুরি সভায় সৌদি আরবে নিযু'ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্ম'দ জাবেদ পাটোয়ারী নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক এবং গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রদূত বলেন, এই পবিত্র রমযান মাসে ফিলি'স্তিনী মু'সলিম'দের পবিত্র ম'সজিদে প্রবেশে বাঁ'ধা দেয়া হচ্ছে, তাঁদের ধ'র্মীয় আচার পালনে বাঁ'ধা দেয়া হচ্ছে যা খুবই দুঃখজনক বিষয়। সেখানে ইস'লামী মতাদর্শ, সংস্কৃতির ওপর আ'ঘাত ও দখলদারিত্বের মাধ্যমে ফিলি'স্তিন মু'সলিম'দের উচ্ছেদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কোনো যু'ক্তি বা অজুহাতই নিরীহ বেসাম'রিক ফিলি'স্তিনি নাগরিকদের হ'ত্যা ও নি'র্যাতনের ন্যায্যতা ও আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সম'র্থন করতে পারেনা।

ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্ম'দ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ আল আকসা ম'সজিদ এবং ফিলি'স্তিন রাষ্ট্রের সমগ্র দখলকৃত ভূমিতে সহিং'সতা এবং নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহবান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে চলমান নতুন কোন সংকট ও সংঘাত যেন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফিলি'স্তিনের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান থেকে সরানো সঠিক হবে না বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্ম'দ জাবেদ পাটোয়ারী বলেন, জাতিসংঘের গৃহীত রেজুলেশন, আরব শান্তি উদ্যোগ এবং কোয়ার্টেট রোড ম্যাপ অনুযায়ী ফিলি'স্তিন সমস্যার একটি সামগ্রিক ও টেকসই সমাধানের বিষয়ে বাংলাদেশ তাঁর নীতিগত অবস্থান অব্যাহত রেখেছে। তিনি ফিলি'স্তিন সমস্যার সমাধানে ওআইসিকে আরো কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান। সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি এই বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়।

Back to top button