স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে থা'না করার প্রস্তাব দিলেন জাফরউল্লাহ
তেঁতুলতলা মাঠে থা'না ভবন স্থাপনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কোথাও জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে থা'না ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন।
জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘এই যে মাঠের সামনে ২৫ তলা ভবন এখান থেকে চার তলা নিয়ে থা'না করেন, না হলে ডিসি- এসপিদের বড় বড় বাড়িতে থা'না করেন। আর কোথাও জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের বাস ভবনে থা'না নির্মাণ করুক।’
আ'ন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আরও বৃহত্তর আ'ন্দোলনের দিকে যান। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া চলবে না, আম'রা সম্মিলিতভাবে মাঠকে রক্ষা করবো। মাঠের পাশে দেয়াল, ইট-বালি ছুড়ে ফেলার আ'ন্দোলনে আমি আপনাদের সঙ্গে থাকবো। নিজের জীবনের জন্য এ মাঠ আমাদের রক্ষা করতে হবে।
ডা. জাফরুল্লাহ আরও বলেন, তেঁতুলতলা মাঠ শি'শুদের ফুসফুস, বয়স্কদের ফুসফুস, এ ফুসফুস নষ্ট করতে দেওয়া যাবে না। এখানে থা'না নির্মাণের অন্যায় অনুমতি পেলেই আম'রা মেনে নেব না। এখান থেকে ইট-পাথর সরাতে হবে, না হলে আম'রা এখানে আস্তানা গাড়বো।