রুবেলের পরিবারের কাছে ঈদ উপহার নিয়ে গেলেন মেয়র আতিক
দীর্ঘ দিন ব্রেন টিউমা'র ও ক্যান্সারে আ'ক্রান্ত হয়ে মা'রা গেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তবে বনানীর কবরস্থানে সাধারণ কবর হিসেবে জায়গা পান রুবেল। পরবর্তীতে রুবেলের কবর স্থায়ীকরণের জন্য আবেদন করেন তার স্ত্রী' ফারহানা রুপা চৈতি।
তার আবেদনের প্রেক্ষিতে রুবেলের কবর স্থায়ীকরণের বিষয় নিশ্চিত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইস'লাম। এবার এই মেয়র রুবেলের পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হয়েছেন রুবেলের বাসায়। সেখানে ঈদ উপহার দিতে এসে উত্তরের মেয়র জানিয়েছেন, রুবেলের পরিবারের জন্য যা যা প্রয়োজনীয় সব করে দিবেন তিনি।
এছাড়াও মেয়র আতিকুল জানিয়েছেন, রুবেলের কবর স্থায়ীত্বকরণের জন্য প্রায় দেড় কোটি টাকা খরচ করতে হতো। তবে রুবেলের স্ত্রী'র আকুতি রক্ষার্থে মেয়রের পক্ষ থেকে রুবেলের কবর নিজ উদ্যোগে স্থায়ীকরণ করে দেবে সিটি কর্পোরেশন। রুবেলের বাসার নিচে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান মেয়র আতিকুল।
এদিন রুবেলের পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে যান মেয়র আতিকুল। তিনি রুবেলের সন্তান রুশদানের জন্য ক্রিকেট খেলার সরঞ্জামও নিয়ে হাজির হোন। এছাড়াও বিভিন্ন খাদ্যসামগ্রী এবং পোষাকও উপহার দেন আতিকুল ইস'লাম।
উত্তরের এই মেয়র বলেন, আমি ম'ক্কায় ওম'রাহ করতে গিয়েছিলাম। সেখানে আমি জানতে পারি রুবেল মা'রা গেছেন। আসলে রুবেল একজন ক্রীড়াযোদ্ধা ছিলেন। খেলা প্রে'মিক ছিলেন, খেলা পাগল ছিলেন। তবে সবার উপরে ভালো ছে'লে ছিলেন। ক্রিকে'টের জন্য, খেলার জন্য জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশ ক্রিকে'টের যে সুনাম সেটার পেছনেও অবদান রয়েছে রুবেলের।