বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৭৭ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানা গেছে। এই সময়ে ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোর থেকে শুক্রবার (২৯ এপ্রিল) ভোর পর্যন্ত সময়ে এ যানবাহন পারাপার হয়।

বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত সময়ে মোট ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা দিয়ে পার হয়েছে ১৮ হাজার ৯০৭টি আর পশ্চিম টোল প্লাজায় ১৪ হাজার ৮২৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজা ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা আর পশ্চিম প্লাজায় ১ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকার টোল আদায় হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি আরও জানান, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

Back to top button