বায়তুল মুকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় ম'সজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বি'জ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইস'লামিক ফাউন্ডেশন। বি'জ্ঞপ্তি অনুসারে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।
বি'জ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঈদের প্রথম জামাতে ই'মামতি করবেন বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ই'মাম হাফেজ মুফতি মা'ওলানা মিজানুর রহমান। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।এছাড়া দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ই'মামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ই'মাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী' নদভী । আর মুকাব্বিরের দায়ত্ব পালন করবেন বায়তুল মুকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।
এই তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ই'মামের দায়িত্ব পালন করবেন ইস'লামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মা'ওলানা আবু সালেহ পাটোয়ারী। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মুকাররমের খাদেম হাফেজ মো. নাছির উল্লাহ। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ই'মাম হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মুকাররমের পেশ ই'মাম হাফেজ মা'ওলানা এহসানুল হক। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মুকাররমের খাদেম মো. শহিদ উল্লাহ।
ইদের সর্বশেষ জামাত অর্থাৎ পঞ্চ'ম জামাত অনুষ্ঠিত হবে ১০টা ৪৫মিনিটে। এতে ই'মামতিত্ব করবেন বায়তুল মুকাররমের পেশ ই'মাম মা'ওলানা মুহিউদ্দিন কাসেম। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মুকাররমের খাদেম মো. রুহুল আমিন। উল্লেখিত ৫টি জামাতে কোন ই'মাম উপস্থিত না থাকলে বিকল্প ই'মাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইস'লামিক ফাউন্ডেশনের মা'ওলানা মো. আব্দুল্লাহ।