সাবেক অর্থমন্ত্রী মুহিতের ম'রদেহ সিলেটে পৌঁছেছে

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ম'রদেহ তার জন্মস্থান সিলেটে পৌঁছেছে। এ সময় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও স্বজনরা কা'ন্নায় ভেঙে পড়েন। শনিবার (৩০ এপ্রিল) রাত ৯টা ৫৪ মিনিটে লা'শবাহী ফ্রিজিং অ্যাম্বুল্যান্সে তার ম'রদেহ নিজ বাসভবন সিলেট নগরীর ধোপাদীঘীর হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়।

সিলেট জে'লা আওয়ামী লীগের ভা'রপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার (১ মে) দুপুর ১২টায় আবুল মাল আবদুল মুহিতের ম'রদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। এরপর দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার রায়নগরের ডেপুটি বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে শেষ নিশ্বা'স ত্যাগ করেন। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

Back to top button