সেই প্রীতির পরিবার পেল ২০ লাখ টাকা অনুদান
রাজধানীর শাজাহানপুরে স'ন্ত্রাসীদের এলোপাতাড়ি গু'লিতে নি'হত কলেজছা'ত্রী সামিয়া আফরান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রীতির বাবা মোহাম্ম'দ জামাল উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়।
সে সময় সাংবাদিক সোহেল সানিকে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০১৯-২২ সাল পর্যন্ত ১ হাজার ১২১ লাখ টাকা ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ মা'র্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার-সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইস'লামী ব্যাংক হাসপাতা'লের সামনে অ'জ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গু'লিতে নি'হত হন মতিঝিল থা'না আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইস'লাম টিপু এবং কলেজছা'ত্রী প্রীতি। টিপুর গাড়িচালক গু'লিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী' ফারজানা ইস'লাম ডলি মা'মলা দায়ের করেন।