মু'সলিম প্রতিবেশীর আচরণে মুগ্ধ হয়ে ফরাসি মা-মে'য়ের ইস'লাম গ্রহণ
তুরস্কে বসবাস করা এক ফরাসি মা ও তার মে'য়ে মু'সলিম প্রতিবেশীদের আচরণে মুগ্ধ হয়ে মহান সৃষ্টিক'র্তা আল্লাহ তায়ালার মনোনীত ধ'র্ম ইস'লাম গ্রহণ করেছেন। শুক্রবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইদিন শহরের এক ম'সজিদে পবিত্র কালেমা শাহাদাত পড়ে ইস'লাম গ্রহণ করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ব্যাপক ভাই'রাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মা-মে'য়ে দুইজন হিজাব পরা অবস্থায় ম'সজিদের ই'মামের সামনে বসে কালেমা শাহাদাত পাঠ করছেন।
কালেমা শাহাদাত পাঠ করানোর আগে ম'সজিদের ই'মাম তাদেরকে ইস'লামের মৌলিক বিষয় স'ম্পর্কে ধারণা দেন। সাথে থাকা একজন দোভাষী ফরাসিতে ই'মামের বক্তব্য তাদের কাছে অনুবাদ করে দেন। বেশ কয়েকজন মু'সল্লি তাদের ইস'লাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন।
ই'মাম ও উপস্থিত মু'সল্লিদের সহায়তায় ফরাসি মা ও মে'য়ে একাধিকবার কালেমা শাহাদাত উচ্চারণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ইস'লাম গ্রহণের ভিডিও বিপুলভাবে ছড়িয়ে পড়েছে।
সূত্র: আলজাজিরা মুবাশির