আমা'র জন্য রোজা অনেক গুরুত্বপূর্ণ: বেনজেমা

সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস। পবিত্র এই মাসে রোজা পালন করছেন বিশ্বের সকল মু'সলমানরা। এদিকে চলছে ক্লাব ফুটবলের বড় আসর উয়েফা চ্যাম্পিয়নশিপ। তাই বলে কি মু'সলিম ফুটবলাররা রোজা রাখবেন না? সেটা করছেন না, বরং রোজা রেখেই খেলছেন তারা।

এদের মধ্যে একজন হলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। রোজা রেখেই খেলে যাচ্ছেন তিনি। গত বুধবার রাতে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর ১০-১৫ মিনিট আগে ইফতার সারেন বেনজেমা। এরপর মাঠে নেমে ঝলক দেখান তিনি।

চেলসির বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। রোজা রাখায় তার খেলায় কোনো সমস্যা হয়নি বরং আরও জীবনীশক্তি বাড়িয়ে দিয়েছে তার। রোজার আগে এস্কুইর মিডল ইস্ট'কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই বলেছিলেন তিনি।

বেনজেমা বলেন, রোজা কোনো প্রভাব ফেলে না আমা'র উপর। এটা অসাধারণ এক অনুভূতি। এটা আমা'র জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রোজা রাখলে আমি খুব ভালো বোধ করি। রমজান আমা'র জীবনের অংশ, যা ধ'র্ম আমা'র জন্য বাধ্যতামূলক করেছে। রোজা আমা'র জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি যখন রোজা রাখি তখন আমি ভালো অনুভব করি।

Back to top button