তারাবি পড়াচ্ছেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান
তারাবি নামাজে যেহেতু প্রতি চার রাকাত পর পর একটু বিশ্রাম নিয়ে তাসবিহ ও দোয়া পাঠ করা হয়, তাই এই নামাজকে সালাতুত তারাবিহ বা তারাবি নামাজ বলা হয়।
মু'সলিম বিশ্বে অনেকটা নীরবেই লাল-সবুজের পতাকা সমুন্নত করছেন বাংলাদেশি কোরআনে হাফেজরা। তাদেরই একজন নারায়ণগঞ্জের আড়াইহাজারের কি'শোর আবু রায়হান। বছর চারেক আগে কাতারে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পরেন শ্রেষ্ঠত্বের মুকুট।
হাফেজ ক্বারী আবু রায়হান। সুললিত কণ্ঠের এই কি'শোরের পরিচিতি এখন দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও। এবারের রমজানে তারাবির নামাজ পড়াতে চট্টগ্রামে আসেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের এই কি'শোর। তিনি নগরীর কল্পোলোক আবাসিক জামে ম'সজিদে পুরো রমজান মাস জুড়ে তারাবির নামায পড়াচ্ছেন।
হাফেজ ক্বারী আবু রায়হান জানায়, ২০১৪ নিজ এলাকায় প্রথম কোনো কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা হবার পর স্বপ্ন জাগে বড় অঙ্গনে নিজেকে মেলে ধ'রার।
রায়হান আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম অংশ নেন ২০১৬ সালে, কাতারে। সেবার চতুর্থ হলেও প্রত্যয় ছিলো শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে আনার। যা পূরণ হয় ২০১৮ সালে। কাতারে তিজান আন নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে হন সেরাদের সেরা।
বিশ্বজয়ী কোরআনে হাফেজ ক্বারী হাফেজ আবু রায়হান জানান, বর্হিবিশ্বে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেয়া এবং সেরা হওয়া গর্বের বিষয়। তার এই অর্জন গর্বিত শিক্ষকরাও।