ঢাকা টেস্টে রেকর্ডের সামনে সাকিব

পা'কিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর চট্টগ্রামে প্রথম টেস্টেও হারে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দলে ছিলেন না সাকিব আল হাসান। তবে শনিবার (৪ ডিসেম্বর) হতে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে দলে ফিরছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এই ম্যাচে নামা'র আগে দারুণ এক রেকর্ডের মুখোমুখি তিনি।

টেস্টে ৪০০০ রান পূর্ণ হতে সাকিবের দরকার আর মাত্র ৬৭ রান। এই রান করতে পারলে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই রেকর্ড করবেন সাকিব।

টেস্টে বাংলাদেশের হয়ে মোট ৫৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন বিশ্বের সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব। যেখানে তিনি প্রায় চল্লিশের মতো এভা'রেজ নিয়ে রান করেছেন ৩৯৩৩। এই রান তুলতে সাকিবের শতরানের ইনিংস আছে ৫টি। আর অর্ধশতক করেছেন ২৫বার। সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস আছে এই তারকার।

টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান মুশফিকুর রহিমের। ৭৬ ম্যাচ খেলে তিনি করেছেন ৪৮০৩ রান। ৭টি সেঞ্চু'রির পাশাপাশি আছে ২৪টি অর্ধশতক। মুশফিকের পরের অবস্থানেই আছেন ওপেনার তামিম ইকবাল। ৬৪ ম্যাচ খেলে তার সংগ্রহ ৪৭৮৮। ৯টি সেঞ্চু'রির পাশাপাশি ৩১ টি হাফ-সেঞ্চু'রি আছে দেশসেরা এই ওপেনারের।

Back to top button