ইম'রান-বোথাম'দের পেছনে ফেলে ইতিহাসের পাতায় সাকিব

বাংলাদেশের অসামান্য প্রতিভাবান অলরাউন্ডার সাকিব আল হাসান অনেক আগেই ক্রিকে'টের কিংবদন্তি ইম'রান খান, ইয়ান বোথাম আর কপিল দেবের পাশের চেয়ারে বসেছেন।

ইম'রান খান আর ইয়ান ডেভিডসনের সঙ্গে একই টেস্টে ১০ উইকেট শিকারের পাশাপাশি সেঞ্চু'রির দুর্লভ কৃতিত্বের অধিকারিও বাংলাদেশের সাকিব।

এবার টেস্ট ক্রিকে'টে সবচেয়ে দ্রুততম ৪ হাজার রান আর ২০০ উইকেট শিকারে সাকিব পিছনে ফেললেন ইয়ান বোথাম, ইম'রান খান, কপিল দেবসহ সর্বকালের সেরা অলরাউন্ডারদের। সাকিবের সাফল্যের ডানায় যোগ হলো আরও একটি সোনালি পালক।

আজ বুধবার শেরে বাংলায় এ কী'র্তি গড়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার। ইংল্যান্ডের জীবন্ত কিংবদন্তি ইয়ান বোথামের চেয়ে ১০ টেস্ট কম খেলেই এ অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন সাকিব।

৪ হাজার টেস্ট রানের পাশাপাশি ২০০ উইকেট পেতে বোথামকে খেলতে হয়েছিল ৬৯ টেস্ট। আর সাকিব এ কৃতিত্ব স্প'র্শ করলেন ৫৯ টেস্টে।

Back to top button