মাশরাফি চাইলে পাপনও রাজি

বাইশ গজে মাশরাফির যে অ'ভিজ্ঞতা, সেটি ভাগাভাগি করলে উপকৃত হবে জাতীয় দল। তরুণদের উজ্জীবিত করতে বড় ভূমিকা রাখতে পারেন সাবেক এই অধিনায়ক বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই। শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মাশরাফি যদি আসতে চায় আম'রা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি। পা'কিস্তানের বিপক্ষে সবশেষ একসঙ্গে বসে খেলা দেখেছেন পাপন, মাশরাফি ও তামিম ইকবাল। সেদিন বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি?

এ ব্যাপারে পাপন জানান, মাশরাফি তার স্ত্রী'র চিকিৎসার জন্য ভা'রতে গিয়েছিল। মূলত সেজন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।

পাপন আরও বলেন, এ ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সঙ্গে তো সবসময় যোগাযোগ হয় আরও হবে।

Back to top button