আমা'র প্রতিদিনের স্বপ্ন হয়ে তুমিই থাকো: শিশিরকে সাকিব

২০১২ সালের ডিসেম্বরের ১২ তারিখ উম্মে আহমেদ শিশিরের সঙ্গে ঘর বাঁধেন দেশের ক্রিকে’টের পোস্টার বয় সাকিব আল হাসান। এরপর একে একে কে’টে গেছে ৯টি বছর। আজ এই জুটির নবম বিবাহবার্ষিকী'’।

সাকিব-শিশির দম্পতি দুই কন্যা ও এক ছে’লের বাবা-মা। স্পেশাল এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অ’পরকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব তাদের দুইজনের একটি ছবি পোস্ট করে লিখেন, আমা’র পছন্দের একজনের সঙ্গে ৯ বছর এবং আজীবনের জন্য। বছর চলে যায় কিন্তু আমা’র প্রতিদিনের স্বপ্ন হয়ে তুমিই থাকো। শুভ বিবাহবার্ষিকী'’।

এদিকে শিশির লিখেন, এভাবেই আম’রা ৯টি বছর কাটিয়ে দিয়েছি। মূল্যবান মুহূর্ত, দুঃখ, কা’ন্না, আবেগের মিশেল! কারণ আম’রা এখন একে অ’পরের প্রতি ভরসা করি এবং সবসময় করব। শুভ নবম বিবাহবার্ষিকী'’, আলহাম’দুলিল্লাহ।

Back to top button