সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড পা'কিস্তানের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৮ রানের পাহাড় ডিঙাতে নেমে ৭ বল হাতে রেখেই ৭ উইকে'টের বড় জয় পায় পা'কিস্তান। এতে বিশাল রানের পাহাড় ডিঙিয়ে রেকর্ড গড়ে বাবর আজম'রা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৪ রান তাড়া করে ৯ উইকে'টের জয় পায় পা'কিস্তান। এতদিন সেটাই ছিল পা'কিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।

বৃহস্পতিবার করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এই প্রথম ২০৮ রানের বিশাল টার্গেট তাড়া করে জয় পেল বাবর আজম'রা।

সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের বিচারে এটা যৌথভাবে ষষ্ঠ জয়। এর আগে এই উইন্ডিজের বিপক্ষেই ২০৮ রানের টার্গেট তাড়া করে জয় পেয়েছে ভা'রত।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৪৪ রান তাড়া করে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবারের এই জয়ে আরও একটি রেকর্ড গড়ল পা'কিস্তান। এক বছরে রেকর্ড সর্বোচ্চ ২০টি টি-টোয়েন্টিতে জয় পেল বাবর আজম'রা। এর আগে ২০১৮ সালে রেকর্ড ১৭টিতে জয় পেয়েছিল তারা। এই সিরিজের আগে সেটাই ছিল বিশ্বরেকর্ড। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন বাবর আজম'রা।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভা'রে ২০৭/৩ রান (নিকোলাস পুরান ৬৪, সামা'রা ব্রুকস ৪৯, ব্রান্ডন কিং ৪৩, ড্যারেন ব্রাভো ৩৪*)।

পা'কিস্তান: ১৮.৫ ওভা'রে ২০৮/৩ রান (মোহাম্ম'দ রিজওয়ান ৮৭, বাবর আজম ৭৯, আসিফ আলী ৩৪*)।

ফল: পা'কিস্তান ৭ উইকে'টে জয়ী।

Back to top button