শোয়েব মালিকের ভাতিজার মহাকাব্যিক ইনিংস
পা'কিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ভাই তারিক মালিকের ছে'লে মোহাম্ম'দ হুরাই'রা ঘরোয়া ক্রিকে'টে অ'ভিষেক মৌসুমেই নিজের জাত চেনালেন। পা'কিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ওপেনার মোহাম্ম'দ হুরাই'রা প্রথম শ্রেণির ক্রিকে'টে পা'কিস্তানের দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চু'রি হাঁকিয়েছেন।
সোমবার কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচে বেলুচিস্তানের বিপক্ষে নর্দার্ন পা'কিস্তানের হয়ে ৩৪৩ বলে ৪০ চার ও ৪ ছক্কার সাহায্যে ৩১১ রানের ইনিংস খেলেন হুরাই'রা। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চু'রি করার দিন তার বয়স মাত্র ১৯ বছর ২৩৯ দিন।
প্রায় ৪৫ বছর আগে ১৯৭৫-৭৬ মৌসুমে ১৭ বছর ৩১০ দিন বয়সে ট্রিপল সেঞ্চু'রি করেছিলেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। হুরাই'রার ট্রিপল সেঞ্চু'রির সুবাদে ৪ উইকে'টে ৬২১ রানের বিশাল স্কোর গড়ে নিজেদের ইনিংস ঘোষণা দিয়েছে নর্দার্ন। ওপেনার সামাদ ভাট্টি খেলেছেন ১৩৫ রানের ইনিংস। এর আগে বেলুচিস্তান অলআউট হয় ৩০৫ রানে। যেখানে শান মাসুদ খেলেন ১৯০ রানেই ইনিংস।