বিপিএলের ড্রাফটে নাম নেই, সাইফউদ্দিন বললেন: অ'ভিমান আছে অনেক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২১ জানুয়ারি। এদিকে বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। ড্রাফটে রাখা হয়েছে ২১০ ক্রিকেটারকে। তবে সেই ২১০ জন ক্রিকেটারের মধ্যে নাম নেই জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্ম'দ সাইফউদ্দিনের।

জানা গেছে, ইন'জুরির কারণে বিসিবির চিকিৎসা বিভাগ থেকে ছাড়পত্র না পাওয়ায় তাকে প্লেয়ার্স ড্রাফটে রাখেননি নির্বাচকরা। তবে সাইফউদ্দিন খেলতে চেয়েছিলেন এবারের বিপিএল। অলরাউন্ডার হিসেবে নয়, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগটিও রাখেননি নির্বাচকরা। এতে অ'ভিমানই করেছেন তরুণ এই ক্রিকেটার। সরাসরি কিছু উল্লেখ করে না বললেও বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেটি নিয়ে এখন আলোচনার সৃষ্টি হয়েছে।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাদের মত সাধারণ জুনিয়ার প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোন সময় নেই হয়তো। কারো প্রতি কোন অ'ভিযোগ নেই কিন্তু অ'ভিমান আছে অনেক।’ পোস্টে নিজের ব্যাটিং করার একটা ছবিও যু'ক্ত করেছেন। এই ক্যাপশন আর ছবি দেখে বুঝতে বাকি নেই, কি ইঙ্গিত করেই্ এই স্ট্যাটাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পিঠের চোটে আ'ক্রান্ত হয়েছিলেন সাইফউদ্দিন। এরপর থেকে তিনি মাঠের বাইরে আছেন। সাইফের ব্যাপারে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘আম'রা মেডিক্যাল বিভাগ থেকে তথ্য পাওয়ার পরই দল নির্বাচন করি। তারা জানিয়েছে বিপিএলে খেলার মতো অবস্থায় নেই সাইফউদ্দিন। যার কারণে ড্রাফটে তার নাম আম'রা রাখিনি।’

Back to top button