ক্রিকেট'কে চিরতরে বিদায় জানালেন হরভজন সিং

সব ধরনের ক্রিকেট'কে বিদায় জানিয়েছেন ভা'রতের জনপ্রিয় ক্রিকেটার হরভজন সিং। শুক্রবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

হরভজন সিঙ্গকে শেষবার খেলতে দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। ভা'রতের জার্সিতে তিনি সবশেষ খেলেছেন ২০১৬ সালের মা'র্চ মাসে। আর বাইশ গজে দেখা যাবে না এই স্পিনারকে। ২৩ বছরের সফরের সমাপ্তি ঘোষণা করলেন তিনি।

টুইটারে হরভজন লিখেছেন, সব ভাল জিনিসই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমা'র জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্ম'রণীয় করে রেখেছেন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।

অবসর ঘোষণার পাশাপাশি ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে হরভজন বলেন, ভা'রতের জার্সি পরে যখনই খেলতে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা আর ছিল না। কিন্তু একটা সময় আসে যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে এগোতে হয়। গত কয়েক বছর ধরেই আমি একটা ঘোষণা করতে চাইছিলাম। ভাবছিলাম যে কবে আপনাদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নেব। আজ (শুক্রবার) আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। হয়তো অনেকদিন আগেই অবসর নিয়েছিলাম। কিন্তু তা ঘোষণা করতে পারিনি।

হরভজন সংযোজন করেন, ‘কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আমা'র দায়বদ্ধতার কারণেই আগে অবসরের ঘোষণা করতে পারিনি। বাকিদের মতো আমিও ভা'রতের জার্সিতেই অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু সবার ভাগ্য সমান হয় না। আমি যখনই মাঠে নেমেছি, তাদের হয়ে শতভাগ বিলিয়ে দিয়েছি।’

১৯৯৮ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বি'রুদ্ধে টেস্টে অ'ভিষেক হয় হরভজন সিংয়ের। প্রথম ম্যাচে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি। পরের মাসেই শারজায় নিউজিল্যান্ডের বি'রুদ্ধে ওয়ানডেতে ক্রিকে'টে অ'ভিষেক ঘটে তার। এরপর ক্রিকে'টের দুই ফরম্যাটে ভা'রতীয় দলের হয়ে টানা ম্যাচ খেলে যান। ২০০৩ বিশ্বকাপের দলে ছিলেন তিনি। ১০৩ টেস্টে ৪১৭ উইকেট শিকার করেছেন হরভজন। ২৩৬ ওডিআই খেলে ২৬৯ উইকেট জমা করেছেন ঝুলিতে।

আইপিএলে ২০০৮-২০১৭ পর্যন্ত খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। ২০১৭-২০১৯ পর্যন্ত খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। চলতি মৌসুমে কলকাতা দলের সদস্য ছিলেন। ১৬৩টি আইপিএল ম্যাচে তার সংগ্রহ ১৫০ উইকেট। আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় পাঁচ নম্বরে তিনি।

Back to top button