আন্তর্জাতিক ক্রিকেট'কে বিদায় জানালেন জীবন মেন্ডিস

শ্রীলঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের হয়ে ৫৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

নিজের অবসরের ঘোষণা টুইটারে নিশ্চিত করে মেন্ডিস লিখেন, শ্রীলঙ্কা ক্রিকে'টের সঙ্গে অসাধারণ এক পথচলা ছিল, ২০১০ সাল থেকে শুরু হওয়া এই যাত্রায় আমি গর্বিত। এই ক্যারিয়ারে আমি মূল্যবান অনেক কিছু শিখেছি ও দারুণ কিছু মুহূর্তের সাক্ষী হয়েছি। এই যাত্রায় আমি আমা'র সকল কোচ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞ।

ওয়ানডেতে মেন্ডিস একটি ফিফটিসহ ৬৩৬ রান করেছেন। এছাড়া লেগস্পিনে ২৮টি উইকেটও তুলে নিয়েছেন। এদিকে টি-টোয়েন্টিতে ২০৭ রানের পাশাপাশি ১২টি উইকেটও দখল করেছেন।

সর্বশেষ মেন্ডিস ২০১৯ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে লঙ্কান জার্সিতে শেষবার মাঠে নামেন।

Back to top button