করো'না আ'ক্রান্ত মেসি সহ পিএসজির চার ফুটবলার

বিশ্বজুড়েই আবার বাড়ছে করো'না। করো'নার এই ঊর্ধ্বমুখীর প্রভাব পড়ছে ফুটবল ক্লাবগুলোতেও। ইতিমধ্যেই ক্লাবগুলোর খেলোয়াড়েরা এই ভাই'রাসে আ'ক্রান্ত হচ্ছে। বিশেষ করে, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় ব্যাপক হারে বাড়ছে করো'না আ'ক্রান্তের সংখ্যা।

এবার জানা গেছে, ফ্রান্সের রাজধানী প্যারিসেও করো'নার ঢেউ আছড়ে পড়েছে বেশ ভালো'ভাবেই। যার জেরে প্যারিসের ক্লাব পিএসজি ফুটবলার লিওনেল মেসিও করো'না আ'ক্রান্ত হয়েছেন। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসিসহ তাদের মোট চারজন ফুটবলার করো'না আ'ক্রান্ত।

Back to top button