ছে'লেকে ক্রিকেটার বানাতে রাজি নন সরফরাজ!

উপমহাদেশে ক্রিকেট নিয়ে মাতামাতি একটু বেশিই হয়ে থাকে। কেউ ভালো করলে মা'থায় তুলে নাচে, আবার খা'রাপ করলে সমালোচনা করতেও ছাড়ে না কেউ। পা'কিস্তানের ক্রিকেটার সরফরাজ আহমেদকেও এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার কারণে দল থেকেই বাদ পড়ে যান! সরফরাজ তো বটেই, তার পরিবারকেও ছাড়েনি উগ্র সম'র্থকরা।

তাই নিজের ছে'লেকে ক্রিকেটার বানাতে চান না সরফরাজ।
সাবেক পা'কিস্তান অধিনায়কের ছোট্ট ছে'লে আব্দুল্লাহর ব্যাট ধ'রা আর শট খেলার ধরন দেখে মঈন খান, সানিয়া মির্জারা প্রশংসা করেছেন। কিন্তু সরফরাজ পা'কিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্রিকেট খেলতে আব্দুল্লাহ খুব পছন্দ করে। কিন্তু আমি চাই না সে ক্রিকেট'কে পেশা হিসেবে নিক। সত্যি বলতে কি, একজন ক্রিকেটার হিসেবে আমি অনেক জায়গায় ভুগেছি। আমি চাই না আব্দুল্লাহও তার জীবনে এগুলোর মুখোমুখি হোক। ‘

ছে'লের ক্রিকেট দক্ষতা নিয়ে সরফরাজ আরো বলেছেন, ‘অনেকেই আমাকে বলেছে যে আব্দুল্লাহ প্রতিভাবান। আমা'র উচিত তাকে ক্রিকেট খেলতে দেওয়া। মঈন ভাই আব্দুল্লাহর স্কিলের প্রশংসা করেছেন। সানিয়া মির্জা একবার আমাকে বলেছে যে আব্দুল্লাহর ক্রিকেটার হওয়ার প্রতিভা আছে। সেটাই যদি হয়, আমি চাই সে কঠিন পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করুক। আমা'র ছে'লে বলে কেউ তার পথটা সহ'জ ও মসৃণ করে দেবে না। ‘

Back to top button