শারীরিক অবস্থা উন্নতির দিকে ক্রিকেটার রুবেলের
এত বড় দুঃসংবাদের জন্য প্রস্তুত ছিলেন না ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছিলেন মস্তিস্কের টিউমা'রে আ'ক্রান্ত হয়েছেন জাতীয় দলের হয়ে খেলা এই বাঁহাতি স্পিনার।
এদিকে, মোশাররফ রুবেলের স্ত্রী' চৈতি ফারহানা রূপা জানিয়েছেন, এখন শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এখনও কেমো নিতে হচ্ছে। সুস্থ হতে বেশ সময় লাগবে।
বৃহস্পতিবার ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন চৈতি। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতা'লের কেবিনে অ'সুস্থ স্বামীর শয্যার পাশে স্ত্রী' চৈতি বই পড়ছেন এবং মোশাররফ রুবেল মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন।
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে পাঁচটি এক দিনের ম্যাচ খেলা রুবেল ঘরোয়া ক্রিকে'টে ছিলেন নিয়মিত মুখ। লম্বা সময় ধরে চলা চিকিৎসা নিয়ে কিছুটা সেরে উঠলেও নতুন করে টিউমা'র ধ'রা পড়ে রুবেলের মস্তিষ্কে; যা এতটাই স্প'র্শকাতর স্থানে রয়েছে তাতে শ'ঙ্কায় পড়েছে জীবন।