পবিত্র রমজানে পাক ক্রিকেটার শাদাব খানের ওম'রাহ পালন
এবার পবিত্র রমজানেই ওম'রাহ পালন করলেন পা'কিস্তানের অলরাউন্ডর শাদাব খান। গতকাল বৃহস্পতিবার এক টুইটবার্তায় এ কথা নিশ্চিত করেন শাদাব নিজেই। ওই টুইটে একটি স্থিরচিত্র শেয়ার করেন এই লেগ স্পিনার। তাতে দেখা যায়, পবিত্র কাবা শরিফের সামনে ইহরাম পরা অবস্থায় বসে আছেন তিনি।
ক্যাপশনে শাদাব লিখেন, ‘আলহাম'দুলিল্লাহ! ওম'রাহ আদায় করলাম, নিজের দেশ, মানবতা, নিরাপত্তা, আনন্দ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবার সুস্থতার জন্য দোয়া করেছি। আল্লাহ আপনাদের সবাইকে খুশি রাখেন।’
এদিকে পা'কিস্তানসহ ক্রিকেটপ্রে'মীদের কাছে মুহূর্তেই শাদাবের ওম'রাহ আদায়ের খবর ছড়িয়ে পড়ে। ভক্তরা তার এই ইবাদতকে ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং তার প্রশংসা করে সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।