হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মোশাররফ রুবেল
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল মা'রা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আগের চেয়ে আরও ভালো আছেন।
স্বস্তির খবর মিলল ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে ঘিরে। তারকা এই ক্রিকেটার ব্রেন টিউমা'রে আ'ক্রান্ত অনেক দিন ধরে। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক দিন হাসপাতা'লে চিকিৎসা নিচ্ছিলেন। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন মোশাররফ রুবেল।
রুবেলের স্ত্রী' চৈতি ফারহানা রূপা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আলহাম'দুলিল্লাহ, মোশাররফ রুবেলকে আজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি ভালো আছেন। সকলের দোয়াপ্রার্থী।’
২০১৯ সালে রুবেলের মস্তিস্কে টিউমা'র ধ'রা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণের পর বেশ খানিকটা সেরে উঠেছিলেন। ক্রিকে'টে ফেরারও চেষ্টা করেছিলেন। তবে করো'না মহামা'রীতে থমকে যায় রুবেলের ক্রিকেটীয় কার্যক্রম। এ সময় আবারও মা'থাচাড়া দিয়ে ওঠে টিউমা'র।