আবারো হাসপাতা'লে পেলে
ফুটবলের রাজা পেলে খুব একটা ভালো নেই। বয়সের ভা'র চেপে বসেছে তিনটি বিশ্বকাপ জয়ী ফুটবল কিংবদন্তির শরীরে। কোলন টিউমা'রে আ'ক্রান্ত পেলেকে প্রায়ই মাড়াতে হয় হাসপাতা'লের চৌকাঠ। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল মঙ্গলবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, ফের হাসপাতা'লে ভর্তি হয়েছেন পেলে।
কোলন টিউমা'রের সঙ্গে বেশ আগে থেকেই ল'ড়াই করছেন পেলে। এই রোগের চিকিৎসার জন্যই সোমবার (১৮ এপ্রিল) আবারও হাসপাতা'লে ফিরতে হয় তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। তবে ৮১ বছর বয়সী পেলে শারীরিকভাবে এখন সুস্থবোধ করছেন বলে জানানো হয়েছে সেই বিবৃতিতে।
আলবার্ট আইনস্টাইন হাসপাতা'লের সে বিবৃতিতে পেলের আসল নাম ব্যবহার করে তার হাসপাতা'লে ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার পেলের প্রকৃত নামক এডসন অরান্তেস দো নাসিমেন্তো। ১৯৫৮ সালে ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ জয় করা পেলে এরপর ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ জয় করেন।
মূলত কোলন টিউমা'রের চিকিৎসা নিতেই প্রতি মাসে হাসপাতা'লে যেতে হয় পেলের। এ দফায়ও তাকে কিছুদিন হাসপাতা'লে অবস্থান করতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৮১ বছর বয়সী পেলের কোলনে টিউমা'র ধ'রা পড়ে ২০২১ সালে। সে বছরেই সেপ্টেম্বরে হাসপাতা'লে ভর্তি হতে হয় ফুটবলের রাজাকে। ৪ সেপ্টেম্বর অ'পারেশনের মাধ্যমে তার টিউমা'রটি বাদ দেওয়া হয়। তারপর থেকেই প্রতিমাসেই কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। বয়সের ভা'রে পেলে এখন আর একা চলতে পারেন না। হুইলচেয়ারের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয় তাকে। তবে পেলে মানসিকভাবে এখনো বেশ শক্ত আছেন।
গত ফেব্রুয়ারিতেও সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতা'লে ভর্তি হয়েছিলেন ৮১ বছর বয়সী সাবেক এই ফুটবল তারকা। নিয়মিত কেমোথেরাপি নেওয়ার জন্যই ১৩ ফেব্রুয়ারি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতা'লে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষায় দেখা যায় ,মূত্রনালির সংক্রমণে আ'ক্রান্ত হয়েছেন পেলে। চিকিৎসার উদ্দেশ্যে তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাড়ি ফিরতে দেননি। দুই সপ্তাহ হাসপাতা'লে চিকিৎসা শেষে এবার তাকে বাড়ি ফেরার অনুমতি দিল সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ।
কোলন টিউমা'র ছাড়াও পেলে ভুগছেন আরও অনেক স্বাস্থ্য সমস্যাতেও। ২০১৯ সালে অ'স্ত্রোপচারের মাধ্যমে পেলের কিডনির পাথর অ'পসারণ করা হয়। গত জানুয়ারিতে পেলেকে নিয়ে দুঃসংবাদ জানিয়েছিল সংবাদমাধ্যম ইএসপিএন—’তার যকৃতে টিউমা'র ধ'রা পড়েছে এবং ফুসফুসেও আরেকটি টিউমা'র বেড়ে উঠছে। ‘
এ ছাড়াও হাঁটাচলার অ'সুবিধায় কোম'রে অ'স্ত্রোপচারও করিয়েছেন পেলে।