আন্তর্জাতিক ক্রিকেট'কে বিদায় বললেন পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কিয়েরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট'কে বিদায় জানা‌লেন। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

ওয়েস্ট ইন্ডিজের ৩৪ বছর বয়সী এই দীর্ঘদেহি তারকার ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অ'ভিষেক হয়। তিনি ১২৩ ওয়ানডে ও ১০১টি টি-২০ খেলেছেন।২০১২ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে দানবীয় ‌ব্যাটিং করতে পারা এই অলরাউন্ডার।

অবসরের ঘোষণা দিয়ে পোলার্ড বলেন, ‘অনেক ভাবনা-চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যখন বয়স ছিল ১০ বছর তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন ছিল। ১৫ বছর দলের প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টি-২০ এই ফেরিওয়ালাকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগে। বর্তমানে তিনি আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের টি-২০ লিগ সিপিএলও খেলে যাবেন তিনি।

Back to top button