বিসিবির মাঠকর্মীদের ঈদ উপহার হিসাবে ১০ লাখ টাকা দিলেন সাকিব

ঈদের আনন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচ্ছন্নকর্মী,মাঠকর্মী ও পিয়নদের সাথে ভাগাভাগি করতে ১০ লাখ টাকা উপহার দিলেন সাকিব আল হাসান। মু'সলমানদের সব থেকে বড় ধ'র্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ঈদ সামনে রেখে বিসিবির মাঠকর্মী, পিয়ন ও পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহার হিসাবে ১০ লাখ দিয়েছেন সাকিব। এই উপহার সকল কর্মীরা যাতে সমান ভাগ পায় সেই জন্য বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন সাকিব।

এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে লিস্ট এ ক্রিকে'টে ১০ হাজারী ক্লাবে প্রবেশ করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গতকাল মঙ্গলবার রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামা'র আগে চট্রলার এই ওপেনার ১০ হাজার রান থেকে ৯৭ রান দূরে ছিলেন। তবে এদিন পেয়েছেন দূর্দান্ত এক সেঞ্চু'রি (৮১ বলে ১০৯* রান)।

তামিম ইকবাল তার সর্বশেষ ম্যাচেও শেখ জামালের বিপক্ষে ৯০ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন। সেঞ্চু'রির সুযোগ থাকলেও সেটা হাত থেকে ফসকে যায় অল্পের জন্য। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তামিম ব্যাতিত আর কেঁউই ১০ হাজার রান করতে পারেনি লিস্ট-এ ক্রিকে'টে।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২ নম্বরে আছেন মুশফিকুর রহিম (৯৭৭৬)। ৩ নম্বরে আছেন সাকিব আল হাসান (৮০৪৮ রান)। উল্লেখ্য তামিমের ১০ হাজারী ক্লাবে প্রবেশ করার দিনে ৮ হাজার রানের মাইলফলক স্প'র্শ করেছেন সাকিব।

Back to top button