শেষ ওভা'রে ফিজ ম্যাজিক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে আইপিএল এ অংশ নিতে ভা'রতের বিমান ধরেন মু'স্তাফিজুর রহমান। ভা'রতে পৌঁছে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এর ফলে দিল্লির হয়ে খেলতে পারেননি প্রথম ম্যাচ। তবে দ্বিতীয় ম্যাচ থেকে একাদশের শিরোমনি করে রেখেছে দিল্লি ক্যাপিটালস। এতে দলের আশার প্রতিদানও দিচ্ছেন মু'স্তাফিজুর রহমান। দলটির ভরসার নামই যেনো হয়ে উঠেছে ‘দ্যা ফিজ’। দিল্লির ক্যাপ্টেন ঋষভ পান্তের আস্থার জায়গাও ফিজ। ওপেনিং এ এবং ডেথ ওভা'রে মু'স্তাফিজকে ব্যবহার করে ভালো ফলও পেয়েছেন। রান দেওয়ার দিক থেকে কৃপণ ফিজ। তার আরও একটি প্রমাণ দিলো আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলায়।

দিল্লির ক্যাপ্টেন ঋষভ পান্ত টসে জিতে বোলিং বেছে নেন। এরপরই তার ভরসা মু'স্তাফিজের হাতে তুলে দেন বল। প্রথম ওভা'রে বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ২ রান দেন ফিজ। এর পরের ওভা'রে উইকেট না পেলেও আবারও রান দেওয়ার দিক থেকে কৃপণ ফিজ। মাত্র ৫ রান দেন এই ওভা'রে। পরে একেবারে ১৮তম ওভা'রে আবার মু'স্তাফিজকে ডাকেন ঋষভ পান্ত। এই ওভা'রে অবশ্য ২টি চার দিয়ে ১০ রান দেন। কোনো উইকেট এই ওভা'রেও মু'স্তাফিজের কপালে জোটে না। পরে ডেথ ওভা'রে ঋষভ পান্তের ভরসার জায়গা পাকাপোক্ত করেন ফিজ। শেষ ওভা'রে মাত্র ২ রানের খরচায় ৩টি উইকেট তুলে নিয়ে কলকাতা শি'বিড়ে বিপর্যয়ের শেষ পেরেকটা মা'রেন ‘দ্যা ফিজ’।

এর ফলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভা'র বল করে ১৮ রানের খরচায় ৩টি উইকেট শিকার করেন ফিজ। এর ফলে শেষ ওভা'রে মু'স্তাফিজ ম্যাজিকে খুব একটা বড় সংগ্রহ দাঁড় করতে পারে নি কলকাতা। ১৪৬ রানেই শেষ হয় কলকাতার ইনিংস।

Back to top button