ছে'লেকে ক্রিকেটার বানিয়ে রুবেলের স্বপ্ন পূরণ করবেন রূপা
বাংলাদেশের জাতীয় দলের ক্রিকটোর মোশারফ হোসেন রুবেল গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। কিন্তু তার ছোট্ট ছে'লে ছোট্ট রুশদান এখনও তা বুঝে উঠতে পারেনি। রুবেলের একমাত্র ছে'লের ধারণা, সুস্থ হলে বাবা আবার ফিরে আসবেন বাসায়। কিন্তু তার বাবা যে অনন্তকালের পথে পাড়ি জমিয়েছেন তা সে এখনও বুঝেনি।
পৃথিবীতে রুবেল বেঁচে না থাকলেও তার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান স্ত্রী' চৈতি ফারহানা রূপা। ক্রিকে'টের সব পর্যায়ে পা রাখা বাবা রুবেলের স্বপ্ন ছিল, ছে'লে রুশদানকেও ক্রিকেটার বানাবেন। চৈতির এখন লক্ষ্য রুবেলের সেই স্বপ্ন পূরণ করা। শুক্রবার (২৯ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে রুবেলের স্ত্রী' বলেন, রুবেলের খুব ইচ্ছা ছিল ছে'লেটাকে ভালো একজন ক্রিকেটার বানানোর। আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার।
রুশদানের কাছে এদিন ছুটে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইস'লাম। ছোট্ট রুশদানের জন্য জায়নামাজ ও ব্যাট, বল, স্টাম্পসহ ক্রিকে'টের সব সরঞ্জামাদি উপহার হিসেবে নিয়ে যান মেয়র। এ সময় তিনি বলেন, রুবেলের স্ত্রী' যেন আমাকে পরিবারের সদস্য ভাবে।
তবে এসব আশ্বা'সেও তো আর ফিরে আসবেন না রুবেল। রুবেলকে হারিয়ে চৈতির তাই অশ্রুসজল দুই চোখ। তিনি বলেন, রুবেল কেমন মানুষ ছিল এটা তো আপনারা সবাই জানেন। ও একজন নিখাদ ভদ্রলোক। একজন মানুষের যত ভালো গুণ থাকতে হয় রুবেলের সব ছিল। আমাদের সাড়ে ৭ বছরের সংসার এত সুন্দরভাবে শুরু হল আবার শেষও হয়ে গেল। সব কিছু এত শূন্য। এভাবেই হয়ত আমাদেরকে বাঁচতে হবে।