ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কারের অর্থ থেকে রুবেলের পরিবারকে টাকা দেবে ক্রিকেটাররা

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর ক্রিকেটারদেরকে তিন কোটি টাকা পুরস্কার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ’পারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের ফলে ক্রিকেটারদের তিন কোটি টাকার পুরস্কার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আর সে সময় সেখান থেকে অ’সুস্থ মোশারফ রুবেলের চিকিৎসার জন্য টাকা দিতে চেয়েছিল ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত সেই টাকা দিতে পারেনি ক্রিকেটাররা। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ক্রিকেটার রুবেল হোসেন।

এদিকে রুবেল হোসেনের পরিবারকে টাকা দিতে চেয়েছিল ক্রিকেটাররা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সদস্য জানিয়েছেন রুবেলের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা তুলে দেবে তারা। তবে ঈদের আগেই দেওয়ার ইচ্ছা ছিল ক্রিকেটারদের।

এখনও পর্যন্ত পুরস্কার টাকা ক্রিকেটারদের হাতে তুলে দেয় নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেই ক্রিকেটার জানিয়েছেন টাকা হাতে পাওয়া মাত্রই রুবেলের পরিবারের হাতে তুলে দিবে তারা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়লাভ করে বাংলাদেশ।

Back to top button