সস্তা জনপ্রিয়তা আর অর্থের লো'ভেই এমনটা করছেন কানেরিয়া: আফ্রিদি
সাবেক সতীর্থ শহীদ খান আফ্রিদির বি'রুদ্ধে গুরুতর অ'ভিযোগ করেছিলেন দানিশ কানেরিয়া। এপ্রিলের শেষ দিকে কানেরিয়া আফ্রিদিকে একাধারে মিথ্যুক, চরিত্রহীন ও ষড়যন্ত্রকারী বলেছিলেন। সাথে সনাতনধ'র্মী বলে তাঁকে আফ্রিদি ভালো চোখে দেখেননি, এমনকি ধ'র্মান্তরিত করার চেষ্টা করেছিলেন এমন ভ'য়াবহ অ'ভিযোগও করেছিলেন।
এতোদিন চুপ থাকলেও ঈদের পরই এবার ইটের বদলে কড়া পাট'কেলই ছুড়েছেন আফ্রিদি। তিনি বলেছেন, সস্তা জনপ্রিয়তা আর অর্থের লো'ভেই এমনটা করছেন কানেরিয়া।
সাথে জিও নিউজের সাথে আলাপে কানেরিয়ার আনা সব অ'ভিযোগও অস্বীকার করেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘কেন সে এখন আমা'র বি'রুদ্ধে অ'ভিযোগ তুলছে? যে কেন আগে পা'কিস্তান ক্রিকেট বোর্ড ও হাবিব ব্যাংকের কাছে আমা'র আচরণ নিয়ে অ'ভিযোগ করেনি?’
সাবেক লেগ স্পিনার কানেরিয়া অলরাউন্ডার আফ্রিদির প্রসঙ্গে বলেছিলেন, ‘সে কখনোই চাইত না আমি দলে থাকি। সে একটা আস্ত মিথ্যাবাদী আর ষড়যন্ত্রকারী। তার চরিত্রেও সমস্যা আছে। সে সব সময়ই আমাকে পেছন থেকে টেনে ধরত। আম'রা দুজনই লেগ স্পিনার ছিলাম। সে কারণে আফ্রিদি আমাকে বসিয়ে দিত। আফ্রিদি অন্য খেলোয়াড়দের আমা'র বি'রুদ্ধে উসকে দিত। আমা'র যেহেতু ভালো পারফরম্যান্স ছিল, তাই সে আমাকে হিং'সা করত।’
পা'কিস্তানের হয়ে ৬১ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলেছেন কানেরিয়া। টেস্ট তার উইকেট সংখ্যা ২৬১। ওয়ানডেতে ১৫ উইকেট। ২০১২ সালে স্পট ফিক্সিংয়ের অ'ভিযোগে আজীবন নিষিদ্ধ হয়েছেন। যদিও একেও ষড়যন্ত্র বলেই দাবি করে আসছেন কানেরিয়া।
সূত্র: জিও টিভি