এটা দরকার ছিল, সবকিছুরই শেষ আছে: মাশরাফি

বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন ম'র্তুজা। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে নামা'র আগে আরও চারবার শিরোপার ল'ড়াইয়ে নেমেছিলেন তিনি। তার সবকটিতেই তিনি জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে নবম আসরের ফাইনালটা আর পক্ষে আসেনি মাশরাফির। এর মাধ্যমেই কি নিজের শেষ দেখছেন বাংলার সফলতম কাপ্তান!

দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকে'টের আকর্ষণীয় এই ম্যাচে দু’দলই সমান উত্তে'জনা তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ইম'রুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকে'টে হেরেছে মাশরাফির দল সিলেট স্টাইকার্স। পরবর্তীতে বিজিত দলের অধিনায়ক মাশরাফি সংবাদ সম্মেলনে আসেন।

সিলেটের পরাজয়ে বিপিএলের ফাইনালে মাশরাফির অ'পরাজিত থাকার রেকর্ড এবার ভেঙে গেছে। এ নিয়ে জানতে চাইলে মাশরাফি বলছেন, ‘একদিন না একদিন এমনটা হওয়া দরকার ছিল, সেটা আজকেই হয়েছে। ভালো হয়েছে। সবকিছুরই তো শেষ আছে।’ পরবর্তীতেও সিলেটের নেতৃত্বে থাকার প্রশ্নে মাশরাফি জানান, ‘পরের বছর তো অনেক দূরে। ততদিন পর্যন্ত যদি সুস্থ থাকি।’

বিপিএলে সিলেট প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আগের দিনও বলেছিলাম আমাদের এটা বাজেটের দল। নির্দিষ্ট বাজেটের বাইরে যাওয়ার আসলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সুযোগ ছিল না। তারপরও উনারা সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বেশিরভাগই দেশি ব্যাটার যারা, তারা টপ অর্ডারেই ছিল। তারা পারফর্ম করেছে, পুরো অথরিটি নিয়েই খেলতে পেরেছে। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের দায়িত্ব নিয়ে খেলতে পারাটা। এই ধরনের টুর্নামেন্ট থেকে এটা হয়তো তাদের ভবিষ্যতেও কাজে লাগবে।’

Back to top button