সাকিবের সঙ্গে স'ম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম

হঠাৎ করেই উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এক সাক্ষাৎকারকে ঘিরে বাংলাদেশ দলের ভেতরের অনেক খবর বের হয়ে এসেছে। যেখানে সবচেয়ে চ'মকে দেওয়ার মতো তথ্য ছিল, ‘ভালো নেই জাতীয় দলের দুই অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মাঝের স'ম্পর্ক।’ খোদ বিসিবি বসই জানিয়েছেন সেই কথা।

শুধু তাই নয়, পাপনের মতে- ‘দলের দুই সিনিয়র ক্রিকেটারের মাঝের স'ম্পর্কের ফাঁটলের কারণে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে খেলোয়ারদের মাঝে। যার ফলে ড্রেসিংরুমে এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।’বিসিবি সভাপতির এমন মন্তব্যর পর রোববার সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। যেখানে সাকিবের সঙ্গে তার স'ম্পর্ক, দলে গ্রুপিংয়ের বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি।

তামিম বলেন, ‘আমি ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি, আজ, ৫ বছর আগে, ১০ বছর আগে, ১৬ বছর আগে হোক যখন দল ভালো খেলতো না তখনই এই টার্মটা ব্যবহার করা হতো। বিভিন্নভাবে এই গ্রুপ ওই গ্রুপ। শুধুমাত্র বলার জন্য বলার না যারা আমাকে কাছ থেকে চেনেন আমি খুবই সোজাসাপ্টা লোক। আমি কোনো কিছু লুকিয়ে বলি না… যা বলি সোজা বলবো। আপনি পছন্দ করেন আর না করেন। আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনও দেখিনি। সবশেষ ৬ মাসে আমি দলের সঙ্গে ছিলাম না, এই জিনিসটা যদি এই ৬ মাসে যদি হয়ে থাকে তা আমি জানি না। ড্রেসিং রুম সবশেষ ৩-৪ দিন ধরে আছি এরকম কিছু দেখিনি। সবাই উপভোগ করছে, আম'রা সবাই মজা করি।’

তামিম আরও বলেন, আমি-সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, আম'রা যখন মাঠে নামি, সে তার শতভাগ দেয়, আমিও আমা'র শতভাগ দেই। আমি যদি তার কাছে কোনো পরাম'র্শ চাই, সে আমাকে সাহায্য করে। আবার সাকিব যখন অধিনায়কত্বের দায়িত্বে থাকে সে যদি কোনো কিছু নিয়ে পরাম'র্শ চায় আমিও তাকে সে বিষয়ে সাহায্য করি। তাই আমি মনে করি, এই বিষয়গুলো ঠিক থাকলে আর কোনো কিছুই সমস্যার কারণ হতে পারে না।

Back to top button