Free Internet এর পক্ষে গুগলের সিইও সুন্দর পিচাই

বিভিন্ন দেশে ইন্টারনেট নিয়ে বিভিন্ন নিয়মকানুন জারি হবে এমনটিই স্বাভাবিক মনে করছেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি বলেন, আদর্শগত দিক থেকে ফ্রি ইন্টারনেট ভালো। খবর হিন্দুস্তান টাইমস’র।

গুগল সিইও বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। আমা'র মতে, প্রযু'ক্তির সীমা বিস্তৃত হচ্ছে। যা মানুষের জীবনে আরও গভীরভাবে প্রভাব ফেলছে। আমা'র কাছে একদমই যু'ক্তিযু'ক্ত বিষয় যে রাষ্ট্রগুলো নিজেদের নাগরিকদের বিষয়ে ভাবছে। সেজন্য নিয়ম তৈরি করছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে একটা দুর্দান্ত জিনিস আছে-ফ্রি ইন্টারনেট। যা বিশ্বের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালি করবে। সেই ভা'রসাম্যের মাধ্যমে আমাদের কাজ করে যেতে হবে। গণতান্ত্রিক দেশগুলোকে এ বিষয়ে ভাবতে হবে। জনগণের জন্য যা ভালো অবশ্যই তারা সে সিদ্ধান্ত নেবে।

Back to top button