আকর্ষণীয় ফিচার নিয়ে Tecno আনলো Spark Go 2022 স্মা'র্টফোন
দেশের বাজারে বাজেট হ্যান্ডসেট Tecno Spark Go 2022 নিয়ে এসেছে প্রিমিয়াম স্মা'র্টফোন ব্র্যান্ড টেকনো। পর্যাপ্ত হার্ডওয়্যার সংবলিত ফোনটিতে রয়েছে দৈনন্দিন ব্যবহারে প্রয়োজনীয় সবরকম ফিচার ও অ'ত্যাধুনিক সুবিধা।
Tecno Spark Go 2022-এর স্টাইলিশ ডিজাইন ও পেছনের ডুয়েল টেক্সচার ফোনে একটি আকর্ষণীয় লুক এনে দিয়েছে। পাশাপাশি অনন্য এই টেক্সচারটি ফোনে শক্ত গ্রিপ প্রদান করবে যা দৈনন্দিন ব্যবহার আরও সহ'জ করে তুলবে।
এতে আছে ৬.৫ ইঞ্চি ডট-নচ এইচডি প্লাস ডিসপ্লে এবং ডিটিএস স্টেরিও সাউন্ড ইফেক্ট যা ব্যবহারকারীকে দিবে এক অনন্য অডিও-ভিজ্যুয়াল অ'ভিজ্ঞতা। আরও আছে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, যা ৪৫ দিন পর্যন্ত ফোনকে স্ট্যান্ডবাই রাখবে।
ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল মেইন সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেলফি শুটারের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ। হ্যান্ডসেটটি দিয়ে ৩০ এফপিএস-এ ১০৮০পি ভিডিও ধারণ সম্ভব। এছাড়া ২ জিবি রেম-এর সাথে স্টোরেজ হিসেবে থাকছে ৩২ জিবি রম।
স্পার্ক গো ২০২২-এ আছে কোয়াড-কোর প্রসেসর। এতে আরও আছে দ্রুত ডেটা প্রসেসিংয়ে সক্ষম অ্যান্ড্রয়েড TM ১১ ‘গো এডিশন’ অ'পারেটিং সিস্টেম এবং ফোনের অনন্য বুস্ট সিস্টেম অ'পটিমাইজেশন ফিচার, যা অন্যান্য স্মা'র্টফোনের চেয়ে অ্যাপ ব্যবহার আরও দ্রুত ও সহ'জ করে তুলবে। টেকনো স্পার্ক গো ২০২২-এ আছে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য প্রয়োজনীয় সেন্সর।
নজরকাড়া অ্যাটলান্টিক ব্লু ও টারকুইশ সায়ান দুটি কালারে পাওয়া যাবে টেকনো স্পার্ক গো ২০২২ এবং এর বাজারমূল্য মাত্র ৯ হাজার ৯৯০ টাকা। ৭ ডিসেম্বর থেকে টেকনো’র অনুমোদিত স্টোরসহ অন্যান্য রিটেইল শপে ফোনটি পাওয়া যাচ্ছে।
টেকনো মোবাইল ট্রানশান হোল্ডিংস-এর একটি প্রিমিয়াম মোবাইল ব্র্যান্ড, যাদের পোর্টফোলিও জুড়ে রয়েছে ফোন, স্মা'র্টফোন, ট্যাবলেট ইত্যাদি। তাদের স্লোগান হলো ‘স্টপ অ্যাট নাথিং’।
টেকনো বিশ্বব্যাপী উদীয়মান বাজারগুলোতে প্রগতিশীল মানুষদের জন্য যুগোপযোগী সেরা প্রযু'ক্তি ও চ'মৎকার ডিজাইনসম্পন্ন সর্বাধুনিক পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। টেকনো বিভিন্ন বাজারের ভোক্তাদের চাহিদা অনুযায়ী অ'ত্যাধুনিক প্রযু'ক্তিগুলোকে স্থানীয় পণ্যে রূপান্তরিত করতে কাজ করে, যা ভোক্তাদের উদ্যমী মনোভাব গড়ে তোলে ও নিজেদের লক্ষ্যপূরণে করে তোলে অ'প্রতিরোধ্য।
বিশ্বের ৬০ টিরও বেশি দেশে টেকনোর উপস্থিতি রয়েছে। টেকনো বিখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি’র (প্রিমিয়ার লীগ ২০২০-২১ বিজয়ী) অফিশিয়াল পার্টনার। বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে।