ক্রোম ব্রাউজারে নতুন সুবিধা, তৈরি করা যাবে কিউআর কোড

আরো এক নতুন ফিচার নিয়ে আসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম (Google Crome)। আগের থেকে পারফর্ম্যান্স আরও উন্নত করতে আর যাতে ব্যবহারকারীদের প্রোডাক্টিভিটি বাড়ে সেই জন্য এই নতুন ফিচার নিয়ে এসেছে গুগল।
কয়েক বছরে ব্যবহারকারীদের জন্য ক্রোম ব্রাউজারে বিভিন্ন ফিচার যু'ক্ত করেছে গুগল। এর মধ্যে অন্যতম একটি হলো কুইক শেয়ার টুল। টুলটি অ্যাড্রেস বারের নিচে অবস্থান করে এবং ব্যবহারকারীদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে লিংক শেয়ারের সুবিধা দেয়। টুলটির মাধ্যমে থার্ড পার্ট অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াই ব্যবহারকারীরা কিউআর কোড তৈরি করতে পারবেন। কম্পিউটার ও অ্যান্ড্রয়েডের ক্রোম ব্রাউজারে টুলটি ব্যবহার করা যায়।

কম্পিউটারের ক্রোম ব্রাউজার থেকে কিউআর কোড তৈরি করতে চাইলে প্রথমে ব্রাউজার চালু করতে হবে। এরপর যে ওয়েবসাইটের কোড তৈরি করার প্রয়োজন, সেখানে প্রবেশ করতে হবে। অ্যাড্রেস বারে বুকমা'র্ক বাটনের পাশে থাকা শেয়ার আইকনে ক্লিক করে ড্রপডাউন মেন্যুতে থাকা কিউআর কোডে ক্লিক করতে হবে। সেখানে ব্যবহারকারী ওয়েবসাইটটির জন্য নির্দিষ্ট কিউআর কোড দেখতে পারবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে কোড ডাউনলোডও করতে পারবেন। জেপিইজি ফরম্যাটে কোডটি শেয়ারের জন্য কম্পিউটারে সেভ হবে।

কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্রাউজার থেকেও ব্যবহারকারীরা কোড তৈরি করতে পারবেন। এজন্য প্রথমে স্মা'র্টফোন থেকে ব্রাউজার চালু করতে হবে। এরপর নির্ধারিত পেজে প্রবেশ করে ডান পাশে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করতে হবে। সেখানে রিসেন্ট ট্যাবের নিচে থাকা শেয়ার অ'পশনে ক্লিক করলে নিচের দিকে কিউআর কোড তৈরির ট্যাব দেখা যাবে। ব্যবহারকারীরা সেটি ডাউনলোডও করতে পারবেন।

উল্লেখ্য, ক্রোম ৯২ নামে নতুন আপডেটের মাধ্যমে আরও সুরক্ষিতভাবে ইন্টারনেট ব্যবহার করবেন গ্রাহক। নতুন আপডেটে যু'ক্ত হয়েছে একাধিক নতুন ফিচার। ক্রোম ৯২ আপডেটে অ্যাড্রেস বারের বাঁ দিকে লক আইকনে ক্লিক করে সহ'জেই কোন ওয়েবসাইটে কী' কী' দেওয়া হয়েছে তা দেখে নেওয়া যাবে। এ আইকনে ট্যাপ করলেই ‘পার্মিশনস’ সেকশন ওপেন হবে। সেখানে কোন ওয়েবসাইট'কে কোন কোন পার্মিশন দেওয়া হয় তা দেখানো হবে। সেখানে খুব সহ'জেই এ সেটিংস বদল করা যাবে। প্রথমে মোবাইল ও ট্যাবলেটে এ ফিচার এলেও পরে অন্যান্য প্ল্যাটফরমেও এ ফিচার পৌঁছবে। এবার থেকে ক্রোম ব্রাউজারের অ্যাড্রেসবারে টাইপ করে অ্যাকশন পারফরম করা যাবে। সেখানে ‘সেফটি চেক’ টাইপ করলে কম্পিউটারের সব পাসওয়ার্ড ও এক্সটেনশন স্ক্যান করবে ক্রোম। এ ছাড়া বিভিন্ন সুরক্ষা যাচাই করে নেওয়ার জন্য একাধিক অ্যাকশন ব্যবহার করা যাবে।

Back to top button