সস্তায় বাজারে আসছে Infinix এর প্রথম 5G ফোন

বিদায় নিচ্ছে ২০২১। নতুন বছরের আগমন উপলক্ষে চলছে নানা আয়োজন। নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন স্মা'র্টফোেন কোম্পানিও নিয়ে আসছে তাদের বিভিন্ন অ'ত্যাধুনিক ফোন। এসব আয়োজনের মধ্যে কম দামে ফোন নির্মাতা কোম্পানি ইনফিনিক্স (Infinix) ভা'রতের বাজারে তাদের প্রথম 5G স্মা'র্টফোন লঞ্চ করতে চলেছে। ইনফিনিক্স ইন্ডিয়ার সিইও অনীশ কাপুর এই কথা জানিয়েছেন ভা'রতের জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি ইন্টারভিউতে। তিনি জানিয়েছেন, এই ডিভাইসটি জানুয়ারিতে আসতে পারে। শুধু তাই নয়, এই 5G ফোনের দামও হতে পারে ২০ হাজার টাকার কম।

বর্তমানে, কোম্পানির কাছে শুধুমাত্র 4G স্মা'র্টফোনের একটি পোর্টফোলিও রয়েছে। অনীশ কাপুর বলেছেন যে কোম্পানি ২০২২ সালের জানুয়ারির শেষে ভা'রতে তাদের প্রথম 5G স্মা'র্টফোন লঞ্চ করবে। তিনি বলেছিলেন যে বর্তমানে, 5G ডিভাইসগু'লির দাম অবশ্যই 4G ফোনের চেয়ে বেশি হবে, তবে দেশে 5G পরিষেবা চালু হলে হ্যান্ডসেটগু'লি আরও বেশি সস্তা হবে। বর্তমানে, অনেক ইউজার আছেন যারা 5G সার্ভিস শুরু হওয়ার আগেই 5G ডিভাইস কিনতে চান।

ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের প্রসেসর । টেকএরিনা২৪ (Tech Arena24) নামে একটি ইউটিউব চ্যানেল কয়েকদিন আগে এই আসন্ন ৫জি ফোনটি সম্বন্ধে বিভিন্ন তথ্য প্রকাশ করেছিল। সেখানে দাবি করা হয়, এই ফোনে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যু'ক্ত AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে ও ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ। Infinix এর প্রথম 5G ফোন এ ব্যবহার করা হতে পারে ডাইমেনসিটি ৯০০ ৫জি চিপসেট।

ভা'রতে একের পর এক 5G স্মা'র্টফোন লঞ্চ করার জন্য অনেক কোম্পানির মধ্যে প্রতিযোগিতা চলছে। কোম্পানিগু'লি একটি 5G স্মা'র্টফোন তৈরি করতে ডিভাইসের বাকি ফিচারের সাথে আপস করতে প্রস্তুত। আপনি যদি একই প্রাইস রেঞ্জের মধ্যে 4G এবং 5G স্মা'র্টফোনের তুলনা করেন, তবে অবশ্যই 4G ফোনগু'লি আরও ফিচার পাবে। সেমিকন্ডাক্টার চিপস এবং গ্লোবল মা'র্কে'টে কোম্পোনেন্টস এর দাম বৃদ্ধিও স্মা'র্টফোন মা'র্কে'টে প্রভাব ফেলছে।

এছাড়াও, Infinix অন্তত সাতটি স্মা'র্টফোন ভা'রতের বাজারে নিয়ে আসবে আগামী বছরের প্রথমা'র্ধের মধ্যেই। স্মা'র্টফোনের প্রসঙ্গ বাদ দিলে, ইনফিনিক্স আগামী বছর আরও একটি ল্যাপটপ ভা'রতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সিইও জানিয়েছেন এই ল্যাপটপটি দাম রাখা হবে অ'ত্যন্ত কম। স্মা'র্ট টিভির সেগমেন্টেও বিস্তার লাভ করতে চলেছে ইনফিনিক্স। আগামী বছর একটি ৫৫ ইঞ্চির স্মা'র্ট টিভি বাজারে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার।

Back to top button